মশিয়ালী হত্যাকাণ্ড: আসামি গ্রেপ্তারের দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম

মশিয়ালী হত্যাকাণ্ড: আসামি গ্রেপ্তারের দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার মশিয়ালীতে ত্রিপল হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ জাকারিয়া-মিল্টনসহ আসামিদের গ্রেপ্তারের জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এমন হুঁশিয়ারি দেন এলাকাবাসী। এর আগে প্রেসক্লাবের সামনে

মানববন্ধন ও বিক্ষোভ করেন মশিয়ালী গ্রামের বাসিন্দারা।

একই দাবিতে শুক্রবার বিকেলে এলাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতদের পরিবারের পক্ষে মাসুম বিল্লাহ।

তিনি বলেন, ত্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শেখ জাকারিয়া, মিল্টনসহ অন্যদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, ১৬ জুলাই রাতে খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া-জাফরিনদের গুলিতে গ্রামের
নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়।

এসময় গুলিবিদ্ধ হয় আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ও জাকারিয়াদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

(নিউজ টোয়োন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর