নরসিংদীতে অবৈধ পাইরেসির মাধ্যমে চ্যানেল সম্প্রচারে জরিমানা

নরসিংদীতে অবৈধ পাইরেসির মাধ্যমে চ্যানেল সম্প্রচারে জরিমানা

মো. হৃদয় খান, নরসিংদী:

নরসিংদীতে অবৈধভাবে পাইরেসির মাধ্যমে চ্যানেল সম্প্রচার করায় রুবেল নামে এক ক্যাবল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর বারৈচা ক্যাবল নেটওয়ার্কে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদীর বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলাল হোসেন।

প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে পাইরেসির মাধ্যমে বিভিন্ন চ্যানেল সম্প্রচার করে আসছিল।

সেই সাথে দীর্ঘদিন ধরে চলে আসলেও প্রতিষ্ঠানটির লাইসেন্স করা হয়েছে সম্প্রতি।

নরসিংদীর বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলাল হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তি সেচ্ছায় নিজের দোষ স্বীকার করায় বাংলাদেশ ক্যাবল টেলিভিশন পরিচালনা আইন ২০০৬ এর ২৮ ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একমাস পরে এটা আবারো ফলোআপ করা হবে। সংশোধন করা না হলে অভিযুক্তকে সর্বোচ্চ আইনে দন্ডিত করা হবে বলে জানান তিনি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল