রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এসব ঘটনা ঘটে।   

মারা যাওয়া দুইজন হলেন- শাহবুদ্দিন (৫৫) ও দেড় বছরের শিশু আয়ান।

শুক্রবার (১৪ আগস্ট) যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার (এসআই) মো. সানোয়ার হোসেন জানান, শাহবুদ্দিন একটি মানিব্যাগের কারখানায় কাজ করেন।

তার বাবার নাম হামেদ বেপারি। বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। কদমতলী তুষারধারা বাইতুল আমান মসজিদের পাশে থাকতেন তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে মাতুয়াইল মাদ্রাসা রোডের মাথায় সড়ক পার হবার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহত আয়ানের বাবার বন্ধু মাসুম জমাদ্দার জানান, আয়ানের বাবার নাম সোহাগ সরদার। একমাত্র ছেলে ও স্ত্রী নিয়ে কামরাঙ্গীরচর আলী নগর বাজার এলাকায় থাকতেন। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে বাসার ভেতরেই খেলার সময় শোকেসের গ্লাসের উপর পরে যায় সে। এতে তার পিঠে ঢুকে যায় গ্লাস। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম