নির্বাচনে হারলেও নীরবে ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প: হিলারি

নির্বাচনে হারলেও নীরবে ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প: হিলারি

অনলাইন ডেস্ক

আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেও রাতারাতি নীরবে ক্ষমতা ছেড়ে দেবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন।

শুক্রবার (১৪ আগস্ট) এক প্রতিনিধি সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‌‌‌সিএনএন এ খবর প্রকাশ করেছে।  

খবরে বলা হয়, ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি বলেন, আমি জনগণকে ভীত করতে চাই না কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে বলবো।

 

তিনি বলেছেন, এটা বিশ্বাস করার জন্য আমার কাছে যথেষ্ট কারণ রয়েছে যে, নির্বাচনে হেরে গেলেও রাতারাতি খুব সহজে ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেবেন না। তিনি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন। সব ধরনের আইন ব্যবহারের চেষ্টা করবেন।

গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা হিলারির দাবি, ক্ষমতা আঁকড়ে রাখতে তিনি (ট্রাম্প) তার অন্তরঙ্গ বন্ধু অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে প্রস্তুত রেখেছেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম