মধ্যপ্রাচ্যের বাস্তবতা সম্পর্কে আমেরিকার কোনো ধারণা নেই: জারিফ

মধ্যপ্রাচ্যের বাস্তবতা সম্পর্কে আমেরিকার কোনো ধারণা নেই: জারিফ

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার যে পদক্ষেপ মার্কিন সরকার নিয়েছে তাতে বোঝা যায় পশ্চিম এশিয়া অঞ্চলের বাস্তবতা সম্পর্কে আমেরিকার কোনো ধারণা নেই।

লেবানন সফররত জারিফ গতকাল শুক্রবার রাজধানী বৈরুতে সে দেশের পার্লামেন্ট স্পিকারের দপ্তরে এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সরকার পশ্চিম এশিয়ায় বসবাসকারী মানুষের আকাঙ্ক্ষার বিপরীত কাজ করছে।

বৈরুত বন্দরে গত সপ্তাহের ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বিস্ফোরণের ব্যাপারে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই লেবাননের নিজস্ব তদন্ত হওয়া উচিত এবং আশার কথা হচ্ছে সেরকম তদন্তই চলছে। তবে তিনি এ কথাও বলেন, লেবানন সরকার চাইলে অন্যান্য দেশও এই তদন্তে সাহায্য করতে পারে।

গত ৪ আগস্ট বৈরুত সমুদ্রবন্দরের কাছে অ্যামোনিয়াম নাইট্রেটের এক বিশাল গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭৭ জন নিহত ও প্রায় ছয় হাজার মানুষ আহত হন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ