হালদায় আবারো ভেসে উঠলো মরা ডলফিন

হালদায় আবারো ভেসে উঠলো মরা ডলফিন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে দেশের একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর চান্দগাঁও মোহরা অংশে একটি মরা ডলফিন ভেসে উঠেছে।

গতকাল শুক্রবার বিকেলের দিকে নৌকায় করে নদীতে বেড়ানোর সময় স্থানীয় কয়েকজন তরুণ মৃত ডলফিনটি দেখতে পান। তবে কাল পর্যন্ত কেউ ওই ডলফিনটিকে উদ্ধার করেনি বলে জানান তারা।

ডলফিনটির মাথার অংশের শুঁড়টি কাটা দেখা যায়।

এটির দৈর্ঘ্য ৫ থেকে ৬ ফুট। বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত আড়াই বছরে ২৬টি ডলফিন মরে ভেসে ওঠে এই নদীতে।

নৌ-পুলিশের চট্টগ্রাম সদরঘাট সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ব্যাপারটি তারা খতিয়ে দেখছেন। এবং নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জনান তিনি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ