মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলিম উদ্দীন (৫২) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৫ আগস্ট) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত মেহেরপুর জেলায় করোনায় ৯ জনের মৃত্যু হলো।

কলিম উদ্দীন মেহেরপুর শহরের পৌর ঈদগা পাড়ার বাসিন্দা।

 

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি করোনা শনাক্ত হওয়ার পর নিজ বাড়িতে আইশোলেসনে ছিলেন কলিম উদ্দীন। অবস্থার উন্নতি না হওয়ায় দু ‘দিন আগে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার দুপুরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস জানান, বিধি মোতাবেক লাশ ইসলামি ফাউন্ডেশনের কর্মীরা জানাজা শেষে দাফন করবেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম