তিন মুসলিম দেশকে নেতানিয়াহুর ধন্যবাদ

তিন মুসলিম দেশকে নেতানিয়াহুর ধন্যবাদ

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। আর এই চুক্তিকে সমর্থন করায় তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  

শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে এ ধন্যবাদ জানান তিনি।  

নেতানিয়াহু বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের ঐতিহাসিক চুক্তিতে সমর্থন করায় মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাতেহ সিসিকে ধন্যবাদ জানাই।

এছাড়াও বাহরাইন ও ওমানকে আমি ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমাদের বলয় আরও সম্প্রসারণ করে এ অঞ্চলে শান্তির আবহ তৈরি করব।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত, হোয়াইট হাউজের রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ওথাইবাকে ধন্যবাদ জানাই। তারা একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ শান্তি চুক্তিতে বিশেষ অবদান রেখেছেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম