ফের করোনায় আক্রান্ত ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী

ফের করোনায় আক্রান্ত ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো আনো আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।  এর আগেও একবার তার দেহে করোনা ধরা পড়ে।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রোববার ( ১৬ আগস্ট) এ খবর প্রকাশ করেছে।  

খবরে বলা হয়, এডুয়ার্ডো আনো এক বিবৃতিতে নিজেই এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ফ্লুর মতো কিছু লক্ষণ দেখা দেওয়ায় শুক্রবার (১৪ আগস্ট) থেকে তিনি সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন। শনিবার (১৫ আগস্ট) রাতে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন যে, নতুন করে আবারও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

আনো সেনাবাহিনীর একজন সাবেক জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে সরকারের এই শীর্ষ কর্মকর্তা দেশজুড়ে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এর আগে গত এপ্রিলে প্রথমবার তিনি করোনায় আক্রান্ত হন।

তিনি ছাড়াও ফিলিপাইনের আরও বেশ কয়েকজন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গত মাসে ফিলিপাইনের গণপূর্ত ও জনপথ মন্ত্রী করোনায় আক্রান্ত হন। তার আগে দেশটির শিক্ষামন্ত্রীর করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম