লেবাননের সঙ্গে প্রথম বিশেষ ফ্লাইট, ফিরলেন ৪১০ জন বাংলাদেশি

লেবাননের সঙ্গে প্রথম বিশেষ ফ্লাইট, ফিরলেন ৪১০ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক মন্দা, ডলার সংকট ও করোনা পরিস্থিতির কারণে লেবাননে আটকে পড়া কাগজপত্র বিহীন বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রথম বাংলাদেশ বিমান দেশটির সঙ্গে বিশেষ ফ্লাইট শুরু করেছে।

সোমবার (১৭ আগস্ট) ভোরে বিজি-৪১৮২ ফ্লাইটটি বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১০ জন যাত্রী নিয়ে বিকালে ঢাকায় পৌঁছে। আগামী ১৯ ও ২৩ আগষ্ট বাংলাদেশ বিমান লেবাননে আরো ২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বলে দূতাবাস জানিয়েছে।

বিশেষ বিমানে ফিরতে পেরে যাত্রীরা  বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছে। এসময় বৈরুতের বিমানবন্দরে দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

লেবাননে গত সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি নিজ দেশে ফেরত যেতে স্বেচ্ছায় নাম নিবন্ধন করে। করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন যাবত নিবন্ধিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ হচ্ছিলো না।

নিউজ টোয়েন্টিফোর/সুরুজ আহমেদ