মাঠে ফিরছেন ক্রিকেটাররা

মাঠে ফিরছেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক

করোনার কারণে দীর্ঘদিন পর মাঠে ফিরলেন তামিম ইকবাল। দ্রুত ব্যাটিংয়ে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। রানিং আর স্কিল সেশনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এদিকে লঙ্কা সফরে টাইগারদের ভালো করার সুযোগ দেখছেন দেশসেরা এই ওপেনার।

করোনা কালে নিউ নরমালের সঙ্গে মানিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। দেশের সাত ভেন্যুতে নিয়মিত চলছে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। ধীরে ধীরে কাঁটছে করোনা ভীতি। ফলে মাঠে বাড়ছে খেলোয়াড়দের সংখ্যাও।

পাঁচ মাস বাদে অনুশীলনে তামিম ইকবাল। বিরতির পর ব্যাটিংয়ের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি ওয়ানডে অধিনায়কের।

এরিমধ্যে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজ চূড়ান্ত হয়েছে। যা মগজে মননে ধারণ করেই চলছে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের অনুশীলন। লঙ্কা দুর্গ জয় করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না দেশসেরা ওপেনার।  
২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে মাঠের লড়াইয়ে ফিরবে টাইগাররা।

নিউজ টোয়েন্টিফোর/সুরুজ আহমেদ