পাহাড় ধসের আশঙ্কা, বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

পাহাড় ধসের আশঙ্কা, বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ভারী বর্ষনে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিনভর জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিংসহ নানা প্রচার প্রচারণা চালানো হয়। এসব এলাকার লোকজনের বসবাসের জন্য ১৯ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বঙ্গোপসাগরে আবারো নিন্মচাপের প্রভাবে বন্দর নগরীতে থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরো কয়েকদিন এই অবস্থা থাকতে পারে।

নিউজ টোয়েন্টিফোর/সুরুজ আহমেদ