শক্তিশালী ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

শক্তিশালী ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৬টা ৩৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৪৫১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল।

ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এই ভূমিকম্প।

ইউএসজিএস এক বিবৃতিতে আরো জানায়, এই ভূমিকম্পের ফলে তেমন কোন ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। আবার আগাম সুনামিরও সতর্কবার্তা জারি করা হয়নি দেশটির পক্ষ থেকে।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানায়, ‘ভূমিকম্পটি শক্তিশালী ছিল।

সবকিছু কেঁপে উঠেছিল। ঘটনার সঙ্গে সঙ্গে সবাই ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নেয়। ’

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ