তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করতে চান ট্রাম্প

তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি পুনর্নির্বাচিত হলে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

উইসকিনসনের ওই সমাবেশে ট্রাম্প বলেন, তিনি আরও আট বছর প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। কারণ ২০১৬ সালে তার নির্বাচনী প্রচারণায় গুপ্তচরবৃত্তি করা হয়েছিল।

তিনি বলেন, আমরা আরও চার বছরের জন্য জয়ী হবো। এবং এরপর, আমরা আরও চার বছরের জন্য নির্বাচন করবো, কারণ তারা আমার প্রচারণায় গুপ্তচরবৃত্তি করেছে। এজন্য আমাদের আরও চার বছর পাওয়া উচিত।

ট্রাম্পের তৃতীয় দফায় নির্বাচনের ইঙ্গিত এবারই প্রথম নয়।

এর আগেও যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক নির্বাচন নিয়ে এর আগেও নাটকীয় এবং নজিরবিহীন মন্তব্য করেছেন ট্রাম্প।

গত মাসেই তিনি নভেম্বরের নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়েছিলেন। এটাকে ‘প্রেসিডেন্সিয়াল ডেকোরামের লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হয়েছে।

এদিকে ট্রাম্পের এ ধরনের মন্তব্যে অনেক নেটিজেন অবাক হয়েছেন। তবে অন্যরা বলছেন, ট্রাম্প শুরু থেকেই আমেরিকায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল