আঘাতজনিত কারণে যশোরের সেই তিন কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আঘাতজনিত কারণেই যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোরের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে  বলা হয়েছে।  

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় জানান, নিহত তিন কিশোরের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। আঘাতজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে।  

ময়নাতদন্ত প্রতিবেদন যশোর সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান,  এরই মধ্যে প্রতিবেদন যশোরের পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের পিটুনীতে তিন কিশোর নিহত হয়। আহত হয় আরও ১৫ কিশোর।  

এ ঘটনায় নিহত রাব্বির পিতা রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পুলিশ এ ঘটনায় ওই কেন্দ্রের ৫ কর্মকর্তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ওই ৫ কর্মকর্তাকেই সমাজসেবা অধিদপ্তর সাময়িক বরখাস্ত করেছে।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল