মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা নিজেরাই মাতাল! 

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা নিজেরাই মাতাল! 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাদক গ্রহণ ও গাঁজা সেবনে গ্রেপ্তার দুই সন্দেহভাজনকে  নিয়ে থানায় গিয়েছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। তার সঙ্গে ছিলেন একজন সেপাই ও এক তথ্যদাতা। থানায় সেই সেপাই আর তথ্যদাতার মাতলামিতে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের খবর দেয়।

কর্মকর্তারা তাদের সহকর্মীদের মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনলেও ওই সোর্সের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।  

সম্প্রতি এমনই এক ঘটেছে খুলনার বটিয়াঘাটা থানায়। কর্তব্য পালনের সময় মদ খাওয়ার অভিযোগে অভিযুক্ত দুজন হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনার উপ-পরিদর্শক (এসআই) মনোজিৎ কুমার বিশ্বাস ও গোয়েন্দা শাখার সেপাই মো. সেলিম। এরই মধ্যে তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ) আতিকুল হক।

 

গতকাল থেকে ঢাকাসহ ৬৪ জেলায় সংস্থাটির মাদকবিরোধী তথ্য অভিযান শুরু হওয়ার ক’দিন আগে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেল। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এমনিতেই চাপের মুখে রয়েছে সংস্থাটি, তার ওপর নিজেদের মধ্যেই মাদকসেবী থাকার খবর নিশ্চিতভাবেই তাদের ভাবমূর্তি নষ্ট করবে।  

সম্পর্কিত খবর