ব্যবসায়িরা হতাশ

ব্যবসায়িরা হতাশ

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

আকাশে মেঘ নেই। বৃষ্টিও হয়নি। তারপরো শুধু জোয়ারের পানিতেই তলিয়ে গেছে দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাক্তাই। আছাদগঞ্জে প্লাবিত হয়েছে শুটকির বিভিন্ন আড়ৎ।

দিনে দুইবার জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় পণ্য নিয়ে দিশেহারা ব্যবসায়ীরা।  

ব্যবসায়িরা বলছেন, সিডিএ'র জলাবদ্ধতা প্রকল্পের তিন বছর পূর্ণ হলেও তেমন সুফল  মিলছে না। ফলে,  হতাশ ব্যবসায়ীরা। খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জাহেদী বলেন দীর্ঘদিন ধরে এই সমস্যার রয়েই যাচ্ছে।

সমাধান হচ্ছে না এখনও। সুফল মিলছে না কোটি কোটি টাকার জলাবদ্ধতার মেগা প্রকল্পের।

এভাবে ব্যবসার লোকসান গুনতে গুনতে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই অবস্থা আছাদগঞ্জের শুটকি আড়তেও। শুটকি ব্যবসায়ীরা বলেন পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ শুটকি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ