জোয়ারের পানিতে ভাসছে খাতুনগঞ্জ-চাক্তাই

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম থেকে

গেল তিন দিন ধরে জোয়ারের পানিতে ভাসছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাই। আছাদগঞ্জে পানির নিচে শুটকির বিভিন্ন আড়ত।

ব্যবসায়ীরাদের অভিযোগ, বর্ষা মৌসুমে প্রতি বছরই বৃষ্টি ও জোয়ারের পানিতে এখানকার বিভিন্ন গুদাম তলিয়ে যায়। এতে তাদের কয়েক শ’ কোটি টাকার ক্ষতি হয়।

বর্ষা মৌসুমে প্রতিদিনই দু’বার জোয়ারের পানিতে তলিয়ে যায় খাতুনগঞ্জ। ব্যবসায়ীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে ডুবে যায় এ এলাকা।

প্রতিদিনই  জোয়ারের পানিতেও প্লাবিত হয় এখানকার দোকান ও আড়তগুলো। এতে পেয়াঁজ, রসুন, আদাসহ বিভিন্ন পন্য ভিজে নষ্ট হওয়ায় কয়েক’শ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে।

আবার আসাদগঞ্জের শুটকির আড়তও তলিয়ে যাওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা।

এদিকে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কোনো সুফল না পাওয়ায় হতাশ ব্যবসায়ী নেতারা।

খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সোলাইমান বাদশা বলেন, স্লুইস গেট সহ বিভিন্ন নির্মাণের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ধীরগতি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তবে সিডিএ কর্তৃপক্ষ বলছে, নদীর পাড় ঘেষেই নির্মাণ হচ্ছে বেড়ি বাঁধ কাম সড়ক।
সিডিএর এই প্রকল্পের কাজ শেষ হলেই পাবে সুফল ব্যবসায়ীরা।

সিডিএ এর প্রধান প্রকৌশলী হাসান বিন সামস বলেন, স্লুইস গেটের কাজ চলমান আছে।

দ্রুত এই সমস্যা সমাধান না হলে চাক্তাই, খাতুনগঞ্জ ও আসাদগঞ্জের ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেবে ব্যবসা থেকে আর শত বছরের পুরনো ঐতিহ্য হারাবে খাতুনগঞ্জ এমনটাই মনে করেন অনেকে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর