সাতক্ষীরা মেডিকেলে তিন নারীর মৃত্যুর একদিন পর ৩ পুরুষের ‍মৃত্যু

সাতক্ষীরা মেডিকেলে তিন নারীর মৃত্যুর একদিন পর ৩ পুরুষের ‍মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আবারো তিনজনের মৃত্যু হয়েছে। মেডিকেলে তিন নারীর মৃত্যুর  একদিন পর আজ শুক্রবার (২১ আগস্ট) তিনজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়াল ১০৫ জনের। এর মধ্যে করোনা আক্রান্তে ২৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৯ জন।

শুক্রবার মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা সদরের মাগুরা গ্রামের আলী বক্সের ছেলে জমশেদ আলী (৬৮), তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের জবেদ আলীর ছেলে রুহুল আমিন (৫৬) ও একই উপজেলার নোয়াকাটি গ্রামের নয়েজ সরদারের ছেলে আলাউদ্দিন (৬৮)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জমশেদ আলী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৪ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি আজ দুপুরে মারা যান।  

রুহুল আমিন ভর্তি হয়েছিলেন গত ১৮ তারিখে।

তিনিও আজ দুপুরে মারা যান।  

আর আলাউদ্দিন ভর্তি হয়েছিলেন গত ৯ তারিখে। তিনি সকালে মারা গেছেন।

তত্ত্বাবধায়ক আরো জানান, নিহত তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর