লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র  পেশ

লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

অনলাইন ডেস্ক

লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের নিকট পরিচয়পত্র পেশ করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) রিপাবলিকার প্যালেসে গিয়ে এই পরিচয়পত্র জমা দেন তিনি। এসময় লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী মন্ত্রী শার্বেল ওয়েহে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারী জেনারেল হানি শামিতলি, বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।  

পরিচয়পত্র পেশের পর এক সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত করোনা পরিস্থিতি ও বৈরুত বিষ্ফোরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত বৈরুত বন্দরে ভয়াবহ বিষ্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও সমবেদনা জানান।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম