ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, ৭০ হাজার নয়া সংক্রমণের রেকর্ড

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, ৭০ হাজার নয়া সংক্রমণের রেকর্ড

অনলাইন ডেস্ক

ভারতে ২৪ ঘণ্টায় মারণ ব্যাধি করোনা ভাইরাসে ৬৯ হাজার ৮৭৮ টি নয়া সংক্রমণের রেকর্ড হয়েছে। একদিনে এটিই এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। একইসময়ে ৯৪৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এপর্যন্ত ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় এ পর্যন্ত মোট ৫৫ হাজার ৭৯৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার সামান্য বেড়ে ৭৪.৬৯ শতাংশ হয়েছে। এ পর্যন্ত ২২ লাখ ২২ হাজার ৫৭৭ জন করোনা মুক্ত হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৩৩০।

  

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সূত্রে প্রকাশ, ভারতে গতকাল (শুক্রবার) ১০ লাখ ২৩ হাজার ৮৭৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে নমুনা পরীক্ষার ক্ষেত্রে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশে এ পর্যন্ত মোট ৩ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে প্রায় সব রাজ্যেই কমবেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। অনেক রাজ্যে করোনা সংক্রমণ কমে এলেও প্রবাসীরা রাজ্যে ফেরায় পুনরায় সেসব জায়গায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতে করোনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র রাজ্য সবার উপরে রয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ২১ হাজার ৬৯৮ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, অন্ধ্র প্রদেশ, গুজরাট, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জন করোনা আক্রান্ত এবং ২ হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ২৪৫ টি নয়া সংক্রমণ এবং ৫৫ জন প্রাণ হারিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর