‘কৃষিক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতার অনেক সুযোগ রয়েছে’

‘কৃষিক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতার অনেক সুযোগ রয়েছে’

অনলাইন ডেস্ক

কৃষিক্ষেত্রে ভারত ও বাংলাদেশের পরস্পরকে সহযোগিতা করার অনেক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

আজ দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি।

এসময় তারা বলেন, প্রতিবেশী বন্ধুদেশ বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর হবে আগামী বছর। একইসাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ৫০ বছর।

আর এ বছর মুজিব বর্ষ। তাই দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে কাজ করছে।

এসময় মন্ত্রী বলেন, কৃষি খাতে দুদেশের সহযোগিতা করার অনেক সুযোগ রয়েছে।

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘ভারতেরও গ্রামীণ অর্থনীতি কৃষি খুবই গুরুত্বপূর্ণ।

আমরা আজ শিল্পায়নের দিকে যাচ্ছি। কিন্তু শিল্পায়ন করতে হলে স্থানীয় বাজার বড় করতে হবে। সেটা নির্ভর করবে গ্রামীণ অর্থনীতি কীভাবে আরও বড় হয়, আরও চাঙ্গা হয়। ’

তিনি বলেন, ‘আগে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, দুর্ভিক্ষের দেশ ছিল। সারা পৃথিবী থেকে আমরা খাদ্য সংগ্রহ করতাম, কখনও আমাদের সাহায্য হিসেবে নিতে হতো, কখনও আমদানি করতে হতো। এখন আমাদের সেইভাবে বিদেশের ওপর নির্ভরশীল থাকতে হয় না। অনেক ক্ষেত্রেই আমরা সাবলম্বী হয়েছি। ’

‘আমরা এখন চাচ্ছি বাংলাদেশের কৃষিকে বাণিজিকীকরণ করা, আধুনিকীকরণ করা। এই ক্ষেত্রে ভারত প্রযুক্তির দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে আছে, আমরা তাদের সহযোগিতা নিতে পারি। আমরাও তাদের অনেক প্রযুক্তি দিয়ে সহযোগিতা দিতে পারি। আলোচনা করলাম কৃষিক্ষেত্রে আমরা আরও কীভাবে সহযোগিতা বৃদ্ধি করতে পারি। ’

তিনি বলেন, ‘ভারতে যেসব কৃষিপ্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো বাংলাদেশে সহজে আনা যায়। ফলমূল, শাক-সবজি; এগুলো প্রক্রিয়াজাতকরণ, আন্তর্জাতিক বাজারে রফতানি করা নিয়ে আলোচনা করেছি। উনিও আমাদের বলেছেন, তার অবস্থান থেকে আমাদের সহযোগিতা করবেন। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর