করোনা উপসর্গে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের মৃত্যু

করোনা উপসর্গে চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

রোববার (২৩ আগস্ট) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনেস্টেবল আব্দুল হান্নান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউছুপপুর গ্রামের রিকাত আলির ছেলে। তিনি আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, রোববার সকালে আব্দুল হান্নানকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। তিনি জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

পুলিশ কনস্টেবলের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন করার কথা বলা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল