ইয়াসমিন গণধর্ষণ ও হত্যার ২৫ বছর পূর্তি

ইয়াসমিন গণধর্ষণ ও হত্যার ২৫ বছর পূর্তি

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর

আগামীকাল ইয়াসমিন ট্রাজেডি দিবস। ২৫ বছর আগে ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে বেশ কয়েকজন পুলিশ  ইয়াসমিনকে গণধর্ষণ ও পরে হত্যা করে। এর প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন দিনাজপুরবাসী। পুলিশের গুলিতে নিহত হয় পাঁচজন।

সে দিন থেকেই সারাদেশে এই দিবসটি “নারী নির্যাতন প্রতিরোধ দিবস” হিসেবে পালিত হচ্ছে।

২৫ বছর আগে ২৪ আগস্ট দিনাজপুরে  ইয়াসমিনকে গণধর্ষণ ও পরে হত্যা করে বেশ কয়েকজন পুলিশ। এ ঘটনার প্রতিবাদে প্রথমে দশমাইল এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়। পরে তা ধীরে ধীরে আন্দোলনে রুপ নেয়।

আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করে পুলিশ। এতে নিহত হয় পাঁচজন।   আহত হয় অনেকে। ’

এ ঘটনায় ১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুরে বিশেষ আদালতের বিচারক পুলিশের এএসআই ময়নুল হোসেন, কনস্টেবল আব্দুস সাত্তার ও অমৃতলালকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে তাদের দণ্ড কার্যকরও করা হয়।

এ ঘটনার ২৫ বছর পেরিয়ে গেলেও এখনও সেদিনের কথা ভুলতে পারেনি অনেকে।

ইয়াসমিন আন্দোলনের অন্যতম নেতা বলেন, সেদিন দিনাজপুরবাসী যে কারণে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল সে লক্ষ্য আজও অর্জিত হয়নি।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এখনও থেমে নেই নারী নির্যাতন ও নারী ধর্ষণের ঘটনা। প্রতিনিয়তই ঘরে-বাইরে বিভিন্নভাবে হয়রানির শিকার শিকার হচ্ছেন নারীরা।

ইয়াসমিন ট্রাজেডি ঘটনার কারণে ২৪ আগস্ট দিনটি ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে আসছে দেশের বিভিন্ন সংগঠন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর