ভারতের মোকাবেলায় পাকিস্তান পেল চীনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ

ভারতের মোকাবেলায় পাকিস্তান পেল চীনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

পাকিস্তান নৌবহরে এবার যোগ হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। সর্বশেষ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন করা হয়েছে এই রণতরীতে। এর মধ্যে যুক্ত করা হয়েছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পাশাপাশি এটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূমিতেও আক্রমণ করা যাবে।

আরও পড়ুন: পাক-ভারত গোলাগুলি, ৮ মাসে নিহত ৬০ ভারতীয় সেনা

রোববার পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আরশিদ জাভেদ এক টুইট বার্তায় এ তথ্য জানান।

পাকিস্তানের জন্য তৈরি চারটি রণতরীর প্রথমটি বুঝিয়ে দিয়েছে বেইজিং।  

জাহাজটিতে অত্যাধুনিক সেন্সর ও যুদ্ধ ব্যবস্থাপনা পদ্ধতি সংযুক্ত রয়েছে। করোনার মধ্যেও রণতরীটি সম্পূর্ণ করা পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে টুইট বার্তায় চীনা শিপইয়ার্ডকে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন: ভারত-নেপালের বিবাদপূর্ণ লিপুলেখে ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন!

পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতায় এটি ভূমিকা রাখবে বলেও টুইট বার্তায় বলা হয়।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, সর্বপ্রথম ২০১৭ সালে দুটি যুদ্ধজাহাজের জন্য চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করে পাকিস্তান। পরে ২০১৮ সালে আরও যুদ্ধজাহাজের জন্য চুক্তিবদ্ধ হয় দেশটি।

এর আগে চিরবৈরী ভারতের সঙ্গে শক্তি সমন্বয় করতে ২০১৬ সালে চীনা কোম্পানির সঙ্গে ৮টি ডিজেল চালিত সাবমেরিন ক্রয়ে ৫ বিলিয়ন ডলারের চুক্তি করে। ২০২৮ সালে এগুলো হস্তান্তর করার কথা রয়েছে।

আরও পড়ুন: পাক-ভারত যুদ্ধের ইঙ্গিত

আরও পড়ুন: ভারত সীমান্তের কাছে চীনের বিমানঘাঁটি, প্রস্তুত ১৫শ’ সেনা

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর