ভারতে করোনায় একদিনে ৮৩৬ জনের মৃত্যু

ভারতে করোনায় একদিনে ৮৩৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩৬ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৭ হাজার ৫৪২ জন।

সোমবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৪০৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ লাখ ৬ হাজার ৩৪৮। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩ লাখ ৩৮ হাজার ৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪৬৯ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র।

এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২২ হাজার ২৫৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ৫১৭ জন, কর্ণাটকে ৪ হাজার ৬৮৩ জন এবং দিল্লিতে ৪ হাজার ৩০০ জন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক