শুটিং শুরু হলেও খোলেনি সিনেমা হল, লোকসানে সংশ্লিষ্টরা

শুটিং শুরু হলেও খোলেনি সিনেমা হল, লোকসানে সংশ্লিষ্টরা

ফাতেমা কাউসার

করোনায় আলোর মুখ দেখছে না মুক্তির তালিকায় থাকা বহু ছবি। বিএফডিসিতে নতুন ছবি নির্মাণের কাজ শুরু হলেও এখনো হল খোলার সিদ্ধান্ত নেয়নি সরকার।  

কবে নাগাদ খুলবে এসব হল তারও নেই ঠিক। এমন বাস্তবতায় লোকসান গুণে এবার সিনেপ্লেক্সসহ হল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্টরা।

গত ১৮ই মার্চ থেকে বন্ধ দেশের সকল সিনেমাহল, সিনেপ্লেক্স। বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন প্ল্যাটফর্মে বড় বাজেটের সিনেমা মুক্তি পেলেও বাংলাদেশে আলোর মুখ দেখেনি কোনো নতুন সিনেমা।

তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিলো বিএফডিসিসহ চলচ্চিত্রের শুটিং। তবে আবারো সচল হয়েছে বিএফডিসি।

শুটিং শুরু হলেও খোলেনি সিনেমা হল। টানা পাঁচমাস সিনেপ্লেক্স, সিনেমাহল বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে হল সংশ্লিষ্টরা।

সর্বশেষ গত মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনটি সিনেমা মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। এদিন শাহেনশাহ, চল যাই এবং যৌথ প্রযোজনার ছবি হলুদবনি মুক্তি পায়।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম