কোমায় উত্তর কোরীয় নেতা কিম জং উন

কোমায় উত্তর কোরীয় নেতা কিম জং উন

অনলাইন ডেস্ক

উত্তর কোরীয় নেতা কিম জং উন কোমায় থাকায় দেশ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন তার বোন কিম ইয়ো জং। রোববার দক্ষিণ কোরীয় চ্যাং সং মিন কূটনীতিক এমনটাই দাবি করেছেন বলে জানিয়েছে ফক্স নিউজ।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পদে সম্পূর্ণ উত্তরাধিকার কাঠামো গঠন করা হয়নি বলে মন্তব্য করেছেন চ্যাং। আর সে কারণেই দীর্ঘকাল ধরে শূন্যতার অবসান ঘটাতে বোনকে সামনে আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে কিমের ছোট বোন দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যাক্তি বলেই ধারণা করছে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা। কিমের অসুস্থতা বা মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়টি এবারই প্রথম নয়। গেল এপ্রিলেও দীর্ঘদিন এ নেতাকে জনসম্মুখে না দেখা যাওয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ