‘পাহাড়ে পুষ্টিহীন নারীর মৃত্যুর হার বাড়ছে’

‘পাহাড়ে পুষ্টিহীন নারীর মৃত্যুর হার বাড়ছে’

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড়ে পুষ্টিহীনতার অভাবে নারীর মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে বেশির ভাগ নারী সন্তান প্রশবের সময় মৃত্যু হয়। যার মূল কারণ পুষ্টিহীনতা। কারণ এখনো পাহাড়ের দুর্গম অঞ্চলের নারীরা সচেতন হতে পারেনি।

তারা জানে না কোন খাবার শরীরের শক্তি ও পুষ্টির অভাব পূরণ করে। তাই যেসব এনজিও সংস্থা রয়েছে তাদের এ বিষয়ে আন্তরিক হতে হবে। বিশেষ করে পাহাড়ে স্বাস্থ্য বিষয় নিয়ে যারা কাজ করে তাদের এ বিষয়ে বেশি নজর দেওয়ার আহবান জানান তিনি।

সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন)
প্রকল্পের পুষ্টি কার্যক্রমে বাজেট বিশ্লেষণ বিষয়ক কর্মশালায় প্রধাণ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।

এসময় রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা. নীতিশ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, যুব উন্ন্ধসঢ়;য়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রুপনা চাকমা, লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন লীন প্রকল্পের জেলা ট্রেইনিং কর্মকর্তা ডায়না, কর্মকর্তা রাজীব দাস গুপ্ত ও জেলা টেকনিক্যাল কর্মকর্তা মো. আজিজুল্লা উপস্থিত
ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর