মাঠে ফিরুক ফুটবল, আকুতি খেলোয়াড়দের

মাঠে ফিরুক ফুটবল, আকুতি খেলোয়াড়দের

মাহফুজুল ইসলাম, ক্রিড়া প্রতিবেদক

দেশের ফুটবল এখন নির্বাচনমুখী। সেদিকেই ব্যস্ততা সংগঠকদের। তবে ফুটবলারদের চাওয়া মাঠের বাইরে যাই হোক না কেন, দ্রুত মাঠে ফিরুক ফুটবল। লীগের ভবিষ্যত নিয়ে এরই মধ্যে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছে ফেডারেশন।

মঙ্গলবার ফুটবলারদের সঙ্গে বসার কথা আছে বাফুফের। সে বৈঠকে লীগ শুরু করতে ফেডারেশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন ফুটবলাররা।

করোনায় গেল মৌসুম হয়েছে বাতিল। আর কোভিড বাস্তবতায় এরই মধ্যে বন্ধ হয়েছে বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের সব ম্যাচ।

ফেডারেশনে এখন নির্বাচনী ব্যস্ততা। এর মধ্যেও লীগের ভবিষ্যত নিয়ে এক দফায় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছে ফেডারেশন। এবার ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসবে বাফুফে।

ফুটবলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠের বাইরে যে পরিস্থিতি কিংবা বাস্তবতা থাকুক না কেন, তাদের চাওয়া দ্রুতই শুরু হোক মাঠের খেলা। ঘোষণা আসুক নতুন মৌসুমের। সেই সঙ্গে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পক্ষেও মত তাদের।

ফুটবলার তপু বর্মন বলেছেন, তারা চান দ্রুত লীগ শুরু করা হোক। মৌসুম শুরু করা হোক। মাঠের খেলা ফিরিয়ে আনা হোক।

আরেক ফুটবলার আনিসুর রহমান জিকো বলেছেন, মাঠের খেলা ফিরিয়ে আনলে, বিশ্বকাপ বাছাই পর্বে খেলার প্রস্তুতি ভালো হবে।

বাফুফের সঙ্গে বৈঠকে ফুটবলার এবং ক্লাব উভয়েই যাতে লাভবান হয়, সেদিকে নজর রাখতেও বাফুফেকে প্রস্তাব দেবেন ফুটবলাররা।

ফুটবলার মামুনুল ইসলাম বলেছেন, ক্লাব ও খেলোয়াড়দের সবার ভালো বিবেচনা করে ফুটবল ফেডারেশনের উচিত খেলা ফিরিয়ে আনা।

করোনার কারণে গেল মার্চে অসমাপ্ত অবস্থায় খেলা বন্ধ হয়। পরে মৌসুম বাতিল ঘোষণা করে ফেডারেশন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর