মার্কিন নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হবেন: ট্রাম্প

মার্কিন নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হবেন: ট্রাম্প

আসমা তুলি

নভেম্বরের নির্বাচনে আবারো রিপাবলিকানরা জয়ী হবেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য বিরোধী ডেমোক্র্যাটিক দল ভোট জালিয়াতির চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। সোমবার পুনরায় রিপাবলিকান দলের মনোনয়ন পাবার পর এসব মন্তব্য করেন ট্রাম্প। সেইসঙ্গে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে চীনের অজেন্ট বলে আখ্যা দেন তিনি।

এদিকে, নির্বাচন পূর্ব জরিপে এখনো ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন।  

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে ডেমোক্রেট দলের কনভেনশনে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন জো বাইডেন। তারই জের ধরে সোমবার শুরু হয় রিপাবলিকান দলের চার দিনের জাতীয় কনভেনশন।

আর সেখানে প্রথম দিন ডেলিগেটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করতে ভোট দেন। পার্টির প্রার্থী হতে ট্রাম্পের দরকার ছিল ১ হাজার ২৭৬ প্রতিনিধির সমর্থন। কিন্তু  ২ হাজার ৬৪ ভোট পেয়ে মনোনয়ন দলের আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত করেন ট্রাম্প।


নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে চীনের দোসর বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, বাইডেন চীনকে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী ভাবতে পারেন না। আসলে তিনি একজন ডামি।  
এ সময় প্রতিনিধিরা ট্রাম্পকে অভিনন্দন জানানোর পাশাপাশি ডেমোক্র্যাটিক দলের কঠোর সমালোচনা করেন। বলেন, বাইডেন-হ্যারিস প্রশাসন হবে অত্যন্ত বাজে। যেমনটা ছিলো বাইডেনের বস ওবামার প্রশাসন। তারা সমাজতান্ত্রিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যা পুরো যুক্তরাষ্ট্রে ব্যর্থ ও অকার্যকর বলে প্রমাণিত হয়েছে।  

এদিকে, নর্থ ক্যারোলাইনা, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন। এমনকি নির্বাচন পূর্ব কয়েকটি জনমত জরিপে রিপাবলিকান এই প্রেসিডেন্টকে ছাপিয়ে গেছেন ৭৭ বছর বয়সী বাইডেন।   

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর