মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ২, আহত কমপক্ষে ১৫

মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ২, আহত কমপক্ষে ১৫

নিজস্ব প্রতিবেদক

ভারতের মহারাষ্ট্রে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে ২ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও অন্তত ৭০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার রাজ্যটির রায়গড় শহরে ধসে পড়া এ ভবনটিতে ৪৫টির বেশি ফ্লাট ছিল। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে তারিক গার্ডেন নামের ভবনটি আকস্মিকভাবে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ধসে পড়ে।

ভবনটি ধসে পড়লে ওই এলাকায় বিশাল ধূলার মেঘ তৈরি হয়। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে তিনটি দল। ভবন ধ্বসের কারণ খুজঁতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়। এদিকে, এই ভবন ধসের ঘটনাকে  বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সেইসঙ্গে সম্ভাব্য সব ধরণের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর