বিশ বছর জেল খেটে নির্দোষ প্রমাণিত বাগেরহাটের জাহিদ

বিশ বছর জেল খেটে নির্দোষ প্রমাণিত বাগেরহাটের জাহিদ

শেখ আহসানুল করিম, বাগেরহাট

টানা বিশ বছর স্ত্রী ও নিজ কন্যা সন্তানকে খুনের মামলায় কনডেম সেলে থাকার পর নির্দোষ প্রমাণিত হলেন বাগেরহাটের শেখ জাহিদ।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হন।

আদালত জানান, স্ত্রী ও কন্যা হত্যার অভিযোগ প্রমাণ করতে না পারার কারণে শেখ জাহিদকে খালাস দেওয়া হলো। ১৯৯৭ সালের জানুয়ারিতে বাগেরহাটের ফকিরহাট থানার রহিমা ও তার দেড় বছরের মেয়ে সন্তান ঘুমন্ত অবস্থায় খুন হন।

পারিবারিক কলহের অভিযোগে ওই দিনই মামলা হয়। এ মামলায় ২০০০ সালের জুন মাসে স্বামী শেখ জাহিদকে মৃত্যুদণ্ড দেন বাগেরহাট দায়রা জজ আদালত। ২০০৪ সালের জুলাইতে ডেথ রেফারেন্স শুানানিতেও রায় প্রামাণিত হয়। পরে ২০০৭ সালে মামলা আপিল বিভাগে যায়।
গেল সপ্তাহে আসামি জেল আপিল করলে মামলা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে আসে। মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেন সর্বোচ্চ আদালত। কিন্তু মামলার শুনানি করতে গিয়ে আপিল বিভাগ দেখেন নানা অসঙ্গতি। হত্যার সাথে জড়িত থাকার বিষয়ও প্রমাণ করতে পারেননি তদন্ত কর্মকর্তা।

এজন্য জাহিদকে খালাস দেন সর্বোচ্চ আদালত। বুধবার অথবা বৃহস্পতিবার রায়ের অনুলিপি পাঠানো হবে কারাগারে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর