করোনায় বাগেরহাট আ.লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

করোনায় বাগেরহাট আ.লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির মো. মনসুর আলী (৭৫)।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফকির মো. মনসুর আলী ২০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

ফকির মো. মনসুর আলী ছাত্রলীগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিগত ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  

আওয়ামী লীগকে জেলাব্যাপী সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পাশাপাশি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বাগেরহাটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাধিকবার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, ফকির মো. মনসুর আলী মরদেহ বৃহস্পতিবার বাগেরহাটে আনা হবে। করোনা স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় ওইদিন কচুয়া উপজেলা সদরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।   

নিউজ টোয়েন্টিফোর/নাজিম