ধানমন্ডিতে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

ধানমন্ডিতে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইয়াসমিন আক্তার (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভোর পৌনে ছয়টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকায়। তিনি নিজে কিডনি রোগী। কিডনির ডায়ালাইসিস করার জন্য ভোরে গণস্বাস্থ্য ইনস্টিটিউটে আসেন।  

এরপর কোনো কারণবশত ইনস্টিটিউটের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি।

তখন একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম