ইন্দোনেশিয়ায় দূতাবাস ভবন বিক্রি করেন পাকিস্তানি রাষ্ট্রদূত

ইন্দোনেশিয়ায় দূতাবাস ভবন বিক্রি করেন পাকিস্তানি রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোস্তফা আনোয়ারে বিরুদ্ধে অবৈধভাবে দূতাবাদ ভবন বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার তার বিরুদ্ধে এই অভিযোগ আনে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনবিএ।  

বলা হয়, ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় পাকিস্তানের দূতাবাস ব্রিক্রির ঘটনায় ১ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়।  

সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি আদালতে এনএবি জানিয়েছে, ২০০০ সালের শেষের দিকে ইন্দোনেশিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান সৈয়দ মুস্তাফা আনোয়ার।

এরপরই সেখানকার দূতাবাস ভবনটি বিক্রির জন্য চেষ্টা চালান তিনি। আর ২০০১-২০০২ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমে দূতাবাস ভবন বিক্রির একটি বিজ্ঞাপন দেন। খুব সস্তায় ওই দূতাবাস ভবনটি বিক্রিও করে দেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর