৫১ মুসল্লিকে হত্যা: ব্রেন্টন ট্যারেন্টের যাবজ্জীবন

৫১ মুসল্লিকে হত্যা: ব্রেন্টন ট্যারেন্টের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চে দুটি মসজিদে জুমার সময় এলোপাতাড়ি গুলি করে ৫১ মুসল্লিকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্টের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ খবর জানিয়েছে।   

সংবাদমাধ্যমটি আরও জানায়, এ সময়ে ব্রেন্টন কোনো প্যারোলের সুবিধা পাবেন না।   

২০১৯ সালের ১৫ মার্চ হামলাকারীর ট্যারেন্টের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদ আল নুর এবং লিনউড।

তার তাণ্ডবে নিহত হয় ৫১ জন।

এ হামলার ঘটনা বিশ্বকে নাড়া দিয়েছিল। নিউজিল্যান্ডে এ হামলার পর আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয় এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে অনলাইনে ঘৃণা-বিদ্বেষমূলক বার্তার বিরুদ্ধে প্রচার শুরু হয়।

ট্যারেন্ট গত মার্চে তার বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষ স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আনা হয়েছিল।

হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে ১৭ বছরের জন্য প্যারোলে মুক্তির সুযোগ না রেখে তার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। অর্থ্যাৎ ট্যারেন্টকে আজীবন কারাগারে থাকতে হবে। এ যাবতকালে নিউজিল্যান্ডে এ ধরনের সাজা কাউকে দেওয়া হয়নি।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম