বাংলা চলচ্চিত্রের আকাশে উঁকি দিয়েছে সুদিন ফেরার স্বপ্ন

বাংলা চলচ্চিত্রের আকাশে উঁকি দিয়েছে সুদিন ফেরার স্বপ্ন

ফাতেমা কাউসার

বন্ধ সিনেমা হলগুলোকে সচল করতে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। হল মালিকদের জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।  

হল সংস্কারে এই তহবিল থেকে ঋণ পাবেন হল মালিকরা। এ জন্য তথ্য মন্ত্রণালয়কে একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বস্তি প্রকাশ করেছেন হল মালিকসহ সিনেমা সংশ্লিষ্টরা।  

বেশ কয়েকবছর ধরেই বাংলা সিনেমার মন্দা অবস্থা চলছে। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। এদিকে টানা পাঁচ মাস হল বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন হল সংশ্লিষ্টরা।

গত ৬ জুলাই তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। যেখানে দেশে বিদ্যমান ৮০টি সিনেমাহল, সিনেপ্লেক্স আধুনিকায়ন ও নতুন ৮০টি সিনেমা হল, সিনেপ্লেক্স নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়।

এবার বাংলা সিনেমার দুর্দিন কাটানোর উদ্যেগ নিয়েছে সরকার। একনেক সভায় সিনেমা হল বাঁচাতে তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হল সংস্কারে এই তহবিল থেকে ঋণ পাবেন হল মালিকরা।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বস্তি প্রকাশ করেছেন হল মালিকসহ সিনেমা সংশ্লিষ্টরা। দেরীতে হলেও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

ফলে এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়ন আর তার হাত ধরে প্রায় স্থির হয়ে পড়া বাংলা চলচ্চিত্রের আকাশে উঁকি দিয়েছে সুদিন ফেরার স্বপ্ন।  

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক