ক্যান্সারের চিকিৎসায় যুক্তরাষ্ট্র যেতে পারছেন না সঞ্জয়

ক্যান্সারের চিকিৎসায় যুক্তরাষ্ট্র যেতে পারছেন না সঞ্জয়

অনলাইন ডেস্ক

চতুর্থ ধাপের ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়ছেন বলিউডের শক্তিশালী অভিনেতা সঞ্জয় দত্ত। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবার কথা ছিলো তার। কিন্তু ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না তিনি।   তাই জরুরি ভিত্তিতে মুম্বাইতেই চিকিৎসার বন্দোবস্ত করেছিল সঞ্জয়ের পরিবার।

ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, প্রথম দফায় ভিসা মঞ্জুর না হওয়ায় ৫ বছরের চিকিৎসাকালীন ভিসার জন্য আবারও আবেদন করা হয়েছে।

১৯৯৩ সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় সম্পৃক্ততা থাকার কারণে সঞ্জয়কে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে এবার ভিসা পেতে সঞ্জয়কে সাহায্য করছেন তার এক কাছের বন্ধু। যিনি ভিসা সংক্রান্ত একজন কর্তাব্যক্তি।

তাই আশা করা যাচ্ছে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন ক্যান্সার হাসপাতালের উদ্দেশ্যে দেশ ছাড়ার অনুমতি পাবেন তিনি।

যেখানে ১৯৮১ সালে ক্যান্সার নিরাময়ের উদ্দেশ্যে ভর্তি হয়েছিলেন তার মা নার্গিস দত্ত নিজেও।

সঞ্জয় ভিসা পেলে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তার স্ত্রী এবং বোন। অবশ্য সঞ্জয়ের বড় মেয়ে তৃষালা অনেক আগে থেকেই অবস্থান করছেন নিউ ইয়র্কে। ভক্তদের একটি আশা তাড়াতাড়ি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে ফিরবেন এই প্রিয় অভিনেতা।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম