হুমকির মুখে চীনের জাহাজ নির্মাণ শিল্প

হুমকির মুখে চীনের জাহাজ নির্মাণ শিল্প

অনলাইন ডেস্ক

করোনা মহামারীর উত্তেজনার মধ্যেই সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দৃষ্টি আকর্ষণ করেছে চীনের সাংহাই নৌঘাঁটিতে পিএলএ নেভির সর্বাধুনিক টাইপ-০৭৫ এলএইচডি উভচর জাহাজে আগুন লাগার ঘটনাটি।

সেই অগ্নিকাণ্ডকেই চীনের জাহাজ নির্মাণ শিল্পের বর্তমান পরিস্থিতির প্রতীকী রূপ হিসেবে তুলে ধরা হচ্ছে।

সিলন টুডের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে ৭৯ দশমিক ৫৫ মিলিয়ন ডিডব্লিউটি আবেদন পেয়েছিল বেইজিং। যা গেল বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ কম।

মহামারী শুরুর পর অনেক গ্রাহক দেশই চীনে সফর বাতিল করার পাশাপাশি চীনা নাগরিকদের নিজ দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। ফলে ব্যাপক হুমকির মুখে পড়েছে দেশটির জাহাজ নির্মাণ শিল্প। পিছিয়ে পড়ছে নৌ উৎপাদনের সময়সীমা।

সেই সাথে সাংহাই অগ্নিকাণ্ডের মাধ্যমে চীনা নৌঘাঁটিগুলোতে জাহাজ নির্মাণের কারিগরি মান এবং শিল্পসুরক্ষার মান  নিয়েও প্রশ্ন উঠেছে।

গেল বছরের জুনে শ্রীলংকার নৌবাহিনীকে একটি যুদ্ধজাহাজ উপহার দিয়েছিল চীন। তবে পরে নৌযানটিতে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করতে হয়েছিল। এর মধ্যে প্রজেক্ট হাঙ্গারের আওতায় চীন থেকে আটটি সাবমেরিন অর্জন করতে করতে যাচ্ছে পাকিস্তান। আর বেইজিংয়ের কাছ থেকে সম্প্রতি দুটো ডুবোজাহাজের চালান পেয়েছে বাংলাদেশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর