বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি ১৮ হাজার কোটি টাকা : বিশ্বব্যাংক

বাংলাদেশের সম্ভাব্য ক্ষতি ১৮ হাজার কোটি টাকা : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানুষ ঘুরতে ভালোবাসে। নতুন কিছু দেখার আগ্রহে টইটম্বুর অনেকেই। যাদের সামর্থ্য আছে তারা বছরের বিভিন্ন সময়ে ছড়িয়ে পরে পৃথিবীর নানা প্রান্তে। অনেকে আবার ঘর হতে শুধু দুই পা ফোলিয়া দেখতে যায় একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু।

 

অর্থাৎ তাদের পছন্দ দেশের ভেতরে ঘুরে ঘুরে নানা কিছু দেখা। করোনা মহামারীর কারণে দুই দলই এখন ঘুরতে যেতে পারছেন না। বিদেশিরাও এ সময়ে ঘুরতে আসছেন না। ফলে, দেশের সম্ভাবনাময় পর্যুটনখাত প্রতিদিনই লোকসান গুনছে।

 
   
বিশ্বব্যাংক পর্যটনের ক্ষতির একটা হিসাব করার চেষ্টা করেছে।  

‘কভিড-১৯ অ্যান্ড ট্যুরিজম ইন সাউথ এশিয়া: অপরচুনিটি’স ফর সাসটেইনেবল রিজিওনাল আউটকামস’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, করোনার কারণে পর্যটন খাতের স্থবিরতায় বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা (২০৩ কোটি ডলার)। সংস্থাটি বলছে এ খাতে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে ৪ লাখ ২০ হাজার মানুষ।

বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, করোনাকালে দক্ষিণ এশিয়ায় পর্যটনসংশ্লিষ্ট ৪ কোটি ৭৭ লাখ মানুষ কর্মহীন হয়েছে, যার একটি বড় অংশই নারী। পর্যটনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মালদ্বীপের। করোনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে শ্রীলংকা, ভুটান, ভারত, নেপাল ও পাকিস্তানের।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল