পেশাদার লিগের ভবিষ্যত নির্ধারণে ক্লাবগুলোর সাথে বৈঠকে বসবে বাফুফে

পেশাদার লিগের ভবিষ্যত নির্ধারণে ক্লাবগুলোর সাথে বৈঠকে বসবে বাফুফে

মাহফুজুল ইসলাম

পেশাদার লিগের ভবিষ্যত নির্ধারণে আসছে সপ্তাহের যেকোনো দিন ক্লাবগুলোর সাথে বৈঠকে বসবে বাফুফে। সেক্ষেত্রে খেলোয়াড়দের দেয়া প্রস্তাবনার সাথে সমন্ময় করে সামধানের কথা ভাবছে ক্লাবগুলো। নতুন ফুটবল মৌসুম শুরু করতে উভয় পক্ষেরই সমঝতার পথে হাটার বিকল্প কিছুই নেই, বলছেন ক্লাব সংশ্লিষ্টরা।    

করোনায় বন্ধ থাকা ফুটবলের ভবিষ্যত কি? প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টায় ফেডারেশন।

নির্বাচনী কার্যক্রমের মধ্যেও লিগ শুরুর ব্যপারে চলছে আলোচনা। সেক্ষেত্রে গেল মৌসুমে খেলোয়াড়দের সাথে ক্লাবগুলোর চুক্তির নানান দিক এখনো অমিমাংসিত। এরই মধ্যে খেলোয়াড়দের সাথে লিগ কমিটির আনুষ্ঠানিক বৈঠকে ফুটবলারদের কাছ থেকে এসেছে নুতুন মৌসুমে পুরনো কন্ট্রাক্ট এর ৬০ শতাংশ দিয়ে নতুন চুক্তির প্রস্তাবনা। সে প্রস্তাবনারে বিষয়ে আলোচনার সুযোগ দেখছেন ক্লাব কর্তারা।

ফুটবলারদের দেয়া প্রস্তাবনা আর ক্লাবগুলোর মতামত, সব মিলিয়ে সুষ্ঠ সমাধান দিয়ে চলতি বছরই নতুন ফুটবল মৌসুম শুরু হবে, এমন প্রত্যাশাই সবার।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ