করোনা সংকটে ঝিনাইদহে ব্যক্তিক্রমী উদ্যোগ

করোনা সংকটে ঝিনাইদহে ব্যক্তিক্রমী উদ্যোগ

শেখ রহুল আমিন, ঝিনাইদহ:

করোনা সংকটে ঝিনাইদহে ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে করোনা স্কোয়াড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদর সমন্বয়ে গঠিত এই সংগঠনটি সচেতনতামূলক নানা প্রচারণা চালানোর পাশাপাশি অসহায় দুস্থ মানুষের খাদ্য সহয়তায় দিচ্ছে। সংকটকালে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলাবাসী।  

করোনা ভাইরাস কি…? কিভাবে করোনা ভাইরাস থেকে সর্তক থাকবেন..? এই ভাইরাস থেকে বাঁচতে হলে জীবন-যাপন কেমন হওয়া উচিত? এইসব বিষয়বস্তু সম্বলিত পথনাটক নিয়ে ঝিনাইদহে সাধারণ মানুষকে সচেতন করছে একদল তরুণ।

করোনাকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হীরক মুশফিকের নেতৃত্বে গড়ে উঠা এই সংগঠনটির নাম করোনা স্কোয়াড। সংগঠনটির সদস্যরা জেলার বিভিন্ন প্রান্তে পথনাটকের আয়োজন করেন। তুলে ধরেন করেনায় করনীয়।

সংগঠনটির আরো একটি একটি চমকপ্রদ উদ্যোগ হলো সেবার গাড়ি।

বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি বাজার নিয়ে গ্রামে গ্রামে নিম্নবিত্তের কাছে পৌঁছে যাচ্ছে এ গাড়ি। সেবার গাড়িতে রয়েছে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

সংগঠনটি গত ২৭ মার্চ নাট্যদিবস থেকে শুরু করে এ পর্যন্ত সরাসরি স্থানীয় পর্যায়ে ৫ শতাধিকপরিবারকে সহায়তা দিয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল