জোয়ারের পানিতে পিরোজপুরে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

জোয়ারের পানিতে পিরোজপুরে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

ইমন চৌধুরী, পিরোজপুর

বন্যার পানির চাপ আর অস্বাভাবিক জোয়ারের কারণে পিরোজপুরে আউস ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। পাকার অপেক্ষায় থাকা ধান শেষ পর্যন্ত কি ফলন দেবে তা নিয়েই দুশ্চিন্তা। এদিকে জলাবদ্ধতায় আমন রোপনের সময় অন্তত দু সপ্তাহ পিছিয়ে গেছে। ফলনের ওপর এর নেতিবাচক প্রভাবের সম্ভাবনাও রয়েছে।

 

মাঠ জুড়ে পানি। গেল কয়েকদিনে পিরোজপুরের কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গা, পোনা ও মধুমতি নদী দিয়ে ঢুকে পড়া জোয়ারের পানি এখনো সরেনি। আমন ধান ঘরে তোলার সময়ে এই দুর্যোগ দুশ্চিন্তায় ফেলেছে কৃষককে। অনেক জায়গায় জোয়ারের আগে বন্যার পানি ওঠে।

তাই ধান পাকলেও তখন কাটতে পারেননি কৃষক। এখন সব হারানোর শঙ্কা তাদের।

আউস কেটে রোপন হবে আমন। এখনই সেই মৌসুম। কিন্তু মাঠ খালি না থাকায় আমন রোপনের সময় কমপক্ষে ১৫ দিন পিছিয়ে গেলো, বলছেন কৃষি সংশ্লিষ্টরা।

ক্ষতি পুষিয়ে নিতে ভবিষ্যত ফসল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

চলতি মৌসুমে পিরোজপুরে প্রায় ৬২ হাজার হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্য রয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র ৪০ শতাংশ জমিতে রোপন হয়েছে এই ধান।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ