রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

অনলাইন ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও লেখক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি আজ শুক্রবার (২৮ আগস্ট) এক শোকবার্তায় বলেন, সাংবাদিকতার পাশাপাশি লেখক হিসেবে রাহাত খান মুক্তবুদ্ধি চর্চা ও সমাজ উন্নয়নে বিপুল অবদান রেখেছেন। তাঁর মৃত্যু সাংবাদিকতা ও সাহিত্যের জগতে এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাহাত খান ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেন। তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল