বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হোস্টেলে চুরির অভিযোগ

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হোস্টেলে চুরির অভিযোগ

আতিকুর রহমান, টাঙ্গাইল

করোনা সংকটে বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হোস্টেলে চুরির ঘটনা ঘটেছে। একটি হোস্টেলের সবকটি কক্ষ থেকে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। তারা বলছেন, কর্তৃপক্ষের অবহেলায় মূল্যবান সার্টিফিকেটসহ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ দেয়াসহ যথাযথ ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি শিক্ষার্থীদের।

news24bd.tvটাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বাসভবনের মাত্র ২৫ গজ দূরে ছাত্রী হোস্টেলের অবস্থান। দ্বিতল ভবনের ৭টি কক্ষে বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থী থাকেন। করোনা সংকটে মার্চের ১৭ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই ১৬ মার্চ হল ছাড়েন ছাত্রীরা।

গেল বৃহস্পতিবার চুরির খবর পেয়ে শুক্রবার হোস্টেলে আসেন শিক্ষার্থীরা। সেখানে নিজেদের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পান তারা। তাদের অভিযোগ ঘটনা জানাজানি হওয়ার পর ২৪ ঘণ্টায়ও অধ্যক্ষের দেখা পাওয়া যায়নি।

এ ব্যাপারে হোস্টেল সুপার কিছুই জানেন না। বলছেন, পুরো প্রতিষ্ঠানে মাত্র দুজন নাইট গার্ড। এছাড়া বন্ধের সময়ে সব জায়গায় আলোর ব্যবস্থাও ছিলো না।

কর্তৃপক্ষ অবহেলার অভিযোগ অস্বীকার করে, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও চুরি ঘটনা ঘটেছে। সে সবের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর