জাফর ইকবালের হামলাকারীর মামা ফজলুর গ্রেপ্তার

গুরুতর আহত জাফর ইকবাল।

জাফর ইকবালের হামলাকারীর মামা ফজলুর গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী ওই যুবকের মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের পাশের ওই বাসাটিতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম ফজলুর রহমান।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানান, শনিবার রাত ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের পাশের ওই বাসাটিতে তল্লাশি শুরু করে পুলিশ। সে সময় বাসাটি বাইরে থেকে তালা লাগানো থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তালাবদ্ধ বাসার ভেতরে ফয়জুরের মামা ফজলুর রহমান অবস্থান করছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাত সোয়া একটার দিকে থানায় নিয়ে আসা হয়।

এদিকে আহত অধ্যাপক এখন শঙ্কামুক্ত আছেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে।

শনিবার রাতে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, জাফর ইকবালের স্বাস্থ্য পরীক্ষার পর বেলা ১১টায় গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং বাম হাত ও পিঠে ছুরিকাঘাত করে এই যুবক। জাফর ইকবালকে গুরুতর আহতাবস্থায় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শরীরে মোট ৩৮টি সেলাই দেওয়া হয়।

সম্পর্কিত খবর