সরকারি নির্দেশনার পরও মাঠে ফেরেনি সিঙ্গেল এক্টিভিটির গেমস

সরকারি নির্দেশনার পরও মাঠে ফেরেনি সিঙ্গেল এক্টিভিটির গেমস

মাহফুজুল ইসলাম

সরকারি নির্দেশনার পরও কোভিড বাস্তবতায় অনেক ফেডারেশন পুরোপুরিভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। বেশ কিছু ফেডারেশন চেষ্টা চালালেও সামনে আসছে নানা প্রতিবন্ধকতা।

সংশ্লিষ্টরা বলছেন, সিঙ্গেল এক্টিভিটির গেমসগুলো ছাড়া বাকি খেলাগুলো মাঠে ফেরানো কঠিন।

এদিকে, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ গেমস আয়োজনের চেষ্টা চালাবে অলিম্পিক অ্যাসোসিয়েশন।

করোনায় থমকে থাকা ক্রীড়াঙ্গন সচল হওয়ার চেষ্টায়। ইতিমধ্যেই এসেছে সরকারি নির্দেশনা। স্বাস্থ্যবিধি মেনে বেশ কিছু ফেডারেশন অনুশীলন শুরুর চেষ্টা চালালেও দেখা দিচ্ছে নানা প্রতিবন্ধকতা।

এরই মধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছে আর্চারি।

কঠোর স্বাস্থবিধি মেনে ইতি-রোমান সানারা অনুশীলনে ফিরলেও অন্যান্য বেশিরভাগ ফেডারেশনের চিত্র ভিন্ন। নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কর্তারা।

তবে, প্রতিবন্ধকতা কাটিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ গেমস আয়োজনের চেষ্টা চালাবে অলিম্পিক অ্যাসোসিয়েশেন।  

তবে প্রশ্ন হলো এতো অল্প সময়ের মধ্যে গেমস আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারবে তো আলিম্পিক অ্যাসোসিয়েশন। গেমস আয়োজন করতে হলে দ্রুতই সকল ডিসিপ্লিনের অ্যাক্টিভিটি বাড়ানোর বিকল্প কিছু দেখছেন না কর্তারা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর