জোয়ারের পানি ও জলাবদ্ধতায় নোয়াখালীতে ফসলের ব্যাপক ক্ষতি

জোয়ারের পানি ও জলাবদ্ধতায় নোয়াখালীতে ফসলের ব্যাপক ক্ষতি

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী

বেড়িবাঁধ না থাকায় গত দুই সপ্তাহের অতিরিক্ত জোয়ার ও জলাবদ্ধতায় নোয়াখালী সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় কয়েক হাজার হেক্টর কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধার দেনা করে ফসল আবাদ করে লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের কর্মকর্তাদের তদারকি ও গাফিলাতিকে দায়ী করছেন তারা।  

কৃষি অধিদপ্তরের তথ্য মতে, জোয়ার ও জলাবদ্ধতায় নোয়াখালী সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় ৮০ একর ফসল নষ্ট হয়ে গেছে এবং ৫ থেকে ৬ হাজার হেক্টর জমির আউস ও আমন ধান পানিতে তলিয়ে নষ্ট হওয়ার উপক্রম।

চাষীরা জানান, লাভের আশায় বিভিন্ন ব্যাংক, এনজিও ও দাদন ব্যবসায়ীদের থেকে সুদে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন তারা। কিন্তু এ বছর অতিরিক্ত জোয়ার ও জলাবদ্ধতায় পাল্টে গেছে কৃষকদের হিসেব নিকেষ। অতিরিক্ত জোয়ারে পানি ঢুকে অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় পুঁজি হারিয়ে এখন পথে বসার উপক্রম তাদের।

দুর্যোগের এই সময়ে কৃষি বিভাগ বা সরকারি কোন সহায়তা না পাওয়ারও অভিযোগ চাষিদের।

তবে জনবল সংকটের কারণে সমস্যা হচ্ছে বলে দাবী করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আইউব মাহ্মুদ।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ও হাতিয়ায় কৃষি জমিতে শসা, করলা, ঢেরশ, কুমড়াসহ বিভিন্ন জাতের ফসল বেশি হয়। আর এই চাষের উপর নির্ভরশীল দুই উপজেলার হাজার হাজার মানুষ।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ