তামাক পাতা দিয়ে করোনা ভ্যাকসিন তৈরি!

তামাক পাতা দিয়ে করোনা ভ্যাকসিন তৈরি!

মাসুদ রানা

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়াল। সর্বোচ্চ সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে ভারত। এমনকি সপ্তাহের টানা সর্বোচ্চ সংক্রমণে বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, এবং ভারতে ৯ শোর বেশি মৃত্যু হয়েছে।

তামাক পাতার মাধ্যমে একটি করোনা ভ্যাকসিন তৈরি হয়েছে বলে দাবি করেছেন থাইল্যান্ডের একদল গবেষকদল।  

অন্যদিকে, শেষ ধাপের ট্রায়ালে থাকা চীনা ভ্যাকসিন সিনোভ্যাক জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের ওপর ব্যবহারের অনুমতি দিয়েছে চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ।

করোনার তাণ্ডবে বিপর্যস্ত ভারত। প্রাণঘাতী করোনা ভাইরাসের দৈনিক সর্বোচ্চ সংক্রমণে নিজেদের একদিন আগের রেকর্ড ভেঙে আবারো বিশ্ব রেকর্ড গড়েছে দেশটি।

শুধু তাই নয়, এক সপ্তাহের টানা সর্বোচ্চ সংক্রমণেও বিশ্বে সবার উপরে। দেশটিতে একদিনেই প্রায় ৭৯ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে যা নতুন বিশ্ব রেকর্ড। মৃত্যু ৯ শোর বেশি মানুষের। দেশটিতে আসন্ন বিভিন্ন উৎসবকে সামনে রেখে দেশবাসিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মোদি।

যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ৯৫৪ জন। মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ব্রাজিল। এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত  ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ হাজারের বেশি।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা সংক্রমণের ১৬তম দিন পূর্ণ হয়েছে শনিবার। দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড সংকট। করোনা শনাক্তকরণের পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শহরটির গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম নেতা জশুয়া অং।

চীনের করোনা ভাইরাসের ভ্যাকসিন শেষ ধাপের ট্রায়ালে রয়েছে। এর মধ্যেই ভ্যাকসিনটি জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমতি দিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শনিবার এক বিবৃতিতে জানানো হয়, সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের টিকাটি চীনের স্বাস্থ্যকর্মীদের মতো যারা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন, তাদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। এর আগে জুলাইয়ে দুইজন আগ্রহী প্রার্থীকে তা প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছিল।

এদিকে, তামাক পাতার মাধ্যমে একটি করোনা ভ্যাকসিন তৈরি হয়েছে বলে দাবি করেছেন থাইল্যান্ডের একদল গবেষকদল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর